রাজধানীর শাহবাগের বঙ্গবাজার এলাকায় এক শিশুর গলা চেপে ধরায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকুর আলীকে ক্লোজড করা হয়েছে। একজন পুলিশ সদস্যের এমন নিষ্ঠুরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশ হওয়ার পর তাকে ক্লোজড করার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ এই পুলিশ সদস্যকে খুঁজে বের করে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকুর আলী ডিএমপির মিডিয়া...

